Nari by Humayun Azad e-Book Downloads
বাংলাদেশে নারী আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়, শত বছর পূর্বেই তিনি বলে গেছেন, 'আপনারা হয়তো শুনিয়া আশ্চর্য হইবেন যে, আমি আজ ২২ বৎসর হইতে ভারতের সর্বাপেক্ষা নিকৃষ্ট জীবের জন্য রোদন করিতেছি। ভারতবর্ষে সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব কাহারা জানেন? সে জীব ভারত নারী। এই জীবগুলির জন্য কখনও কাহারও প্রাণ কাঁদে না।' তাঁর এই কথাকেই আবার সামনে নিয়ে আসেন প্রথাবিরোধী লেখক প্রয়াত হুমায়ুন আজাদ। তিনি তাঁর 'নারী' বইতে লিখেছেন আমাদের দেশের শৃঙ্খলিত নারী সমাজের কথা। বলেছেন, 'নারী সম্ভবত মহাজগতের সবচেয়ে আলোচিত পশু।' তিনি আরো বলেছেন, 'পুরুষ নারীকে দেখে দাসীরূপে, করে রেখেছে দাসী; তবে স্বার্থে ও ভয়ে কখনো কখনো স্তব করে দেবীরূপে। পুরুষ এমন প্রাণী, যার নিন্দায় সামান্য সত্য থাকতে পারে; তবে তার স্তব সুপরিকল্পিত প্রতারণা।'
Nari (Humayun Azad) Free Ebooks Download
Books Name: Nari (নারী)
Writer: Humayun Azad
Published Year : March 7 2000
Book Type: Novel
Language: Bangla
Size: 13.57MB
0 comments:
Post a Comment